bangla news

কিশোরগঞ্জে ট্রাকচাপায় পিইসি পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৭ ৫:০৬:১১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ট্রাকচাপায় লাজুক আক্তার (১১) নামে প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রোববার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চরমারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

লাজুক ওই উপজেলার মারিয়া এলাকার ইমরান মিয়ার মেয়ে ও মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরে পিইসি পরীক্ষা শেষে অটোরিকশায় করে লাজুক আক্তারসহ আটজন পরীক্ষার্থী বাড়ি যাচ্ছিল। পথে চরমারিয়া এলাকায় তাদের মধ্যে ছয়জন একটি দোকানে নেমে যায়। এসময় হঠাৎ অটোরিকশাকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লাজুকের মৃত্যু হয় এবং আহত অপর একজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯ 
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা কিশোরগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-17 17:06:11