ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

লালপুরে ট্রলি খাদে পড়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, নভেম্বর ১৭, ২০১৯
লালপুরে ট্রলি খাদে পড়ে চালক নিহত

নাটোর: নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খড়বোঝাই একটি ট্রলি উল্টে খাদে পড়ে চালক সম্রাট আলী (৩০) নিহত হয়েছেন। 

রোববার (১৭ নভেম্বর) দুপুরে লালপুর-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। সম্রাট উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আহসান আলীর ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনোয়ারুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে খড়বোঝাই ট্রলি চালিয়ে পাবনার ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন সম্রাট। পথে লক্ষ্মীপুর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে খাদে পড়ে যায়। এতে ওই ট্রলির নিচে চাপা পড়ে সম্রাট গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।