ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৭ দাবিতে বিআরডিবি কর্মীদের গণঅনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
৭ দাবিতে বিআরডিবি কর্মীদের গণঅনশন ৭ দফা দাবিতে গণঅনশন কর্মসূচি। ছবি: বাংলানিউজ

ঢাকা: বেতন-ভাতা দেওয়া ও চাকরি স্থায়ীকরণসহ সাত দফা দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ এবং ঐক্য পরিষদ (বিআরডিবি)। প্রেসক্লাবের সামনে এ গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির ১৫টি প্রকল্পের অন্তত আট হাজার কর্মচারী।  

রোববার (১৭ নভেম্বর) শতভাগ বেতন-ভাতা নিশ্চিতকরণ, চাকরি স্থায়ীকরণ, বিআরডিবি’কে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরসহ সাতটি দাবি উত্থাপন করেন অনশনকারীরা।     

বিআরডিবি সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লাগাতার অবস্থান কর্মসূচির ৬৭ দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হচ্ছে না।

১২ নভেম্বর সকাল ৮টা থেকে আমরা সাত দফা দাবিতে গণঅনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

গণঅনশনে সাতদফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বিআরডিবি সিবিএ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সহ-সভাপতি আলী আজগর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য সচিব একেএম রফিকুল ইসলাম, সিবিএ’র সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর খান, ওয়াহিদ উদ্দিন, মনিরুল ইসলাম ও তৌহিদুল ইসলাম।

বক্তারা জানান, বিআরডিবি'র বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে প্রায় আট হাজার কর্মচারী মাসের পর মাস বেতন-ভাতা ছাড়া মানবেতর জীবন যাপন করছেন। ২০ থেকে ২৮ বছরেও তাদের চাকরি স্থায়ী হয়নি।

এর আগে, গত ৩ এপ্রিল (বুধবার) সকালে দেশের ৬৪ জেলার উপ-পরিচালকের দপ্তরে অবস্থান করেন বিআরডিবি কর্মীরা। ১০ এপ্রিল (বুধবার) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। পরে, ২৩ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশের কর্মচারীদের উপস্থিতিতে মানববন্ধন করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
পিএস/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।