ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে ভবনের ছাদ থেকে বাঁশ পড়ে এক পথচারীর মৃত্যু

আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

নাটোর: নাটোর শহরের আলাইপুরে নির্মাণাধীন চারতলা এক ভবনের ছাদ থেকে বাঁশ পড়ে অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা ইসাহক আলী (৬৫) মারা গেছেন।

প্রত্যদর্শীরা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, শহরের আলাইপুর মহল্লার অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা ইসাহক আলী বাজার করে রোববার দুপুর দেড়টার দিকে বাড়ি ফিরছিলেন।

এ সময় একই এলাকার ব্যাংক কর্মকর্তা গোলাম কামরানের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে একটি বাঁশ ইসাহক আলীর মাথায় পড়ে। স্থানীয় লোকজন ইসাহক আলীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার মোহাম্মদ আলী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ইসাহক আলী।

নাটোর সদর থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক বাদশা জানান, এ ধরনের কোনো অভিযোগ থানায় এখনো আসেনি।

বাংলাদেশ সময়: ১৭:৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ