ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে হেরোইন ও ইয়াবা উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
বেনাপোলে হেরোইন ও ইয়াবা উদ্ধার

বেনাপোল (যশোর): বেনাপোলের দুর্গাপুর গ্রামে আক্তার হোসেনের বাড়ি থেকে এক কেজি ৮৫০ গ্রাম হেরোইন ও ৭৪৬ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুর্গাপুর গ্রাম থেকে মাদকের চালান উদ্ধার করেছে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

৪৯ ব্যাটালিয়নের ধান্যখোলা বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার আকরাম হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুর্গাপুর গ্রামের আক্তার হোসেন ভারত থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা এনে তার বাড়িতে মজুত করেছে।

এমন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির বারান্দা থেকে এক কেজি ৮৫০ গ্রাম হেরোইন ও ৭৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।