ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হিলি-বগুড়া রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
হিলি-বগুড়া রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

দিনাজপুর: নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ পরিবর্তনের দাবিতে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে হিলি-বগুড়া রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। এতে করে বিপাকে পড়েছেন ওই পথে চলাচল করা যাত্রীরা।

শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই নিজ নিজ গাড়ি বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন বাস চালকরা।  

এতে করে ওই পথে চলাচল করা যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন, বিকল্প উপায়ে বাড়তি ভাড়ার মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা।

তবে হিলি থেকে হিলি-দিনাজপুর, হিলি-জয়পুরহাট রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।  

বাস চালকরা বাংলানিউজকে জানান, যেকোনো দুর্ঘটনা চালকদের ইচ্ছাকৃত নয়। কোনো কারণে একটি দুর্ঘটনা ঘটলেই তাতে কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদণ্ড ও আহত হলে পাঁচ লাখ টাকা দিতে হবে। এতো টাকা দেওয়ার সামর্থ বাস চালকদের নেই আর জেলখানায়ও যেতে চাননা তারা। তাই নতুন এ আইন পরিবর্তনের দাবিতে নিজেরাই (বাসচালক) অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।