ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে কায়ছারুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে (১৬ নভেম্বর) সৈয়দপুর শহরের অদূরে ঢেলাপীর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী-চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।

এসময় রেললাইন পার হতে গেলে কাটা পড়েন ওই যুবক। তার বাড়ি নীলফামারী সদরের বড়ুয়াহাট এলাকায়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না-তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।