ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পলাশে ছুরিকাঘাতে বাবাকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
পলাশে ছুরিকাঘাতে বাবাকে হত্যা

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলায় পারিবারিক কলহের জেরে জমির উদ্দিন (৬২) নামে এক ব্যক্তিকে খুন করেছে তার ছেলে আরিফ মিয়া। 

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরআলী নগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক আরিফ পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জমির উদ্দিনের ছেলে আরিফের দু’টি স্ত্রী বর্তমান থাকার পরেও তিনি তৃতীয় বিয়ে করতে চান। এ নিয়ে শুক্রবার দুপুরে শিবপুর সাধারচর ইউনিয়নের ও পলাশের চরসিন্দুর ইউনিয়নের ইউপি সদস্যের যৌথ উদ্যোগে সালিশ বৈঠক হয়। সেখানে আরিফ তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা বললে বৈঠকে উপস্থিত জমির উদ্দিন তাতে আপত্তি জানান। এ ঘটনায় ক্ষিপ্ত হন আরিফ। বৈঠক শেষে বিকেলে বাড়ি ফেরার পথে জমির উদ্দিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন আরিফ। এতে  ঘটনাস্থলেই মারা যান তিনি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আরিফকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।