ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনায় দস্যুদের ধাওয়া খেয়ে এক শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
মেঘনায় দস্যুদের ধাওয়া খেয়ে এক শ্রমিকের মৃত্যু

ভোলা: ভোলার মেঘনায় দস্যুদের ধাওয়া খেয়ে ডালিম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপহৃত হয়েছেন জাফর নামের অপর শ্রমিক। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।

এরআগে, ভোর রাতে মেঘনার ভোলার খালক পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।

ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন শীল বাংলানিউজকে জানান, সিলেট থেকে একটি বালু বোঝাই কার্গো চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। ভোর রাত ৪টার দিকে দস্যু বাহিনী ভোলার খাল পয়েন্টে এসে কার্গোটি ডাকাতির চেষ্টা করে। ডাকাতের ধাওয়া খেয়ে এক শ্রমিক ইঞ্জিন রুমে অবস্থান নেয়। সেখানে তিনি মারা যান। পরে কার্গোর মালিক জাফরকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মৃত শ্রমিকের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ পুরো বিষয়টির তদন্ত করা হচ্ছে। ওই শ্রমিকের বাড়ি বরগুনা জেলায়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।