ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোদীর নামে মিথ্যা চিঠি প্রকাশের খবরে ভারতের নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
মোদীর নামে মিথ্যা চিঠি প্রকাশের খবরে ভারতের নিন্দা

ঢাকা: ভারতের প্রধান বিচারপতিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে লেখা মিথ্যা চিঠি প্রকাশের খবরে দেশটি তীব্র নিন্দা জানিয়েছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এই নিন্দা জানান।

রবীশ কুমার টুইটার বার্তায় বলেন, মিথ্যা অসত্য খবর প্রকাশের জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্ব বিনষ্টের লক্ষ্যে এমন খবর প্রকাশ করা হয়েছে।  

টুইটারে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দেওয়া বিবৃতিও যুক্ত করেছেন রবীশ কুমার।

ভারতের প্রধান বিচারপতিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে মিথ্যা চিঠি নিয়ে খবর প্রকাশ করে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম। একই সঙ্গে এটি সোশ্যাল মিডিয়াও প্রকাশ করা হয়। এই খবরের বিষয়ে বুধবার (১৩ নভেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিবৃতি দেয়।

সেই বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ভারতীয় হাইকমিশনের গোচরে স্থানীয় যোগাযোগ মাধ্যমের একটি সংবাদ এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। এই চিঠি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ। এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা। জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করার এই অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।