ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চলন্ত বাসে হার্ট অ্যাটাকে চালকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
চলন্ত বাসে হার্ট অ্যাটাকে চালকের মৃত্যু

কক্সবাজার: চলন্ত বাসের স্টিয়ারিংয়ে বসা অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে জহির আহম্মদ নামে এক চালকের। তিনি কক্সবাজার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে টেকনাফ যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উখিয়ার কোটবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে চালক হেলে পড়লেও বাসের কোনো ক্ষতি হয়নি।

একদম নিরাপদে গাড়িটি সাইড করে থামাতে সক্ষম হন তিনি।

জহির আহমদ প্রকাশ জহির ড্রাইভারের বাড়ি উখিয়ার পালংখালী ইউনিয়নে।

চালকের হার্ট অ্যাটাক বুঝতে পেরে যাত্রীরা তাৎক্ষণিক তাকে পাশের অরিজিন হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর বাংলানিউজকে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এসবি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad