ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
নাটোরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাটোর: নাটোরে বাবাকে হত্যার দায়ে ছেলে মুনসুর আলীকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার এক টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুর রহমান সিদ্দীক এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

দণ্ডপ্রাপ্ত মুনসুর লালপুর উপজেলার শোব ঠাকুরপাড়া এলাকার ঘুঘুর আলীর ছেলে।

নাটোর জজ কোর্টের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মো. মাসুদ হাসান বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ১৩ মার্চ বাবা ঘুঘুর আলীর সঙ্গে বেগুন বিক্রির টাকা নিয়ে ছেলে মুনসুরের কথা কাটাকাটির শুরু হয়। এর একপর্যায়ে ওই সময়ই ছেলের শাবলের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার বাবা ঘুঘুর আলীর।

এ ঘটনায় ওইদিন ঘুঘুর আলীর বড় ভাই আনছার আলী বাদী হয়ে মুনসুরকে আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।