ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মহেশপুরে গুলিবিদ্ধ মাদকবিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
মহেশপুরে গুলিবিদ্ধ মাদকবিক্রেতা গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে মনিরুল ইসলাম (৪২) নামে এক মাদকবিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার যুগিহুদা মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুল একই উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের বাসিন্দা।

 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, যুগিহুদা মাঠে মাদক নিয়ে মনিরুল অবস্থান করছেন- এমন গোপন সংবাদে সেখানে অভিযান গেলে ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করেন মনিরুল। আত্মরক্ষার্থে পুলিশ তখন তার পায়ে একটি গুলি করে এবং আহতাবস্থায় তাকে আটক করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

মনিরুলের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও একটি ছুরি জব্দ করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।