bangla news

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বখাটে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৪ ৭:৩৬:২০ এএম
প্রতীকী

প্রতীকী

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বখাটেকে আটক করেছে পুলিশ।

আটক রাসেল বেপারী (২২) উপজেলার চর এককরিয়া ইউনিয়নের শান্তিরহাট গ্রামের আনোয়ার বেপারীর ছেলো।

জানাগেছে, বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ওই ছাত্রী চাপকল থেকে পানি আনতে যায়। ওইসময় বখাটে রাসেল বেপারী তার মুখ চেপে ধরে পাশে থাকা দরবেশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত রুমের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। 

সে সময় ওই ছাত্রীর চিৎকার শুনে প্রতিবেশী এক নারী ঘটনাস্থলে যায়। এসময় বখাটে রাসেল টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম লালখাড়াবাদ লঞ্চঘাটে অভিযান চালিয়ে বখাটে রাসেলকে আটক করে। 

পুলিশ জানায়, রাসেল ঘটনার পর লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিলো।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. আবিদুর রহমান সাংবাদিকদের জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রাসেল বেপারী নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এমএস/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-14 07:36:20