ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাজেট শাখার কম্পিউটার রুমে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৮, নভেম্বর ১৪, ২০১৯
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাজেট শাখার কম্পিউটার রুমে আগুন

ঢাকা: রাজধানীর সেগুনবাগিচা এলাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন সম্ভব হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দিনগত রাত ১০টা ৫৪ মিনিটে মন্ত্রণালয়ের নিচতলায় বাজেট শাখার কম্পিউটার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, ১০টা ৫৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে।

আধা ঘণ্টা পর ১১টা ৩৫ মিনিটে আগুন নির্বাপন সম্ভব হয়।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।