ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জলবায়ু পরিবর্তনে গ্রহজনিত জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
জলবায়ু পরিবর্তনে গ্রহজনিত জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব

জাতীয় সংসদ ভবন থেকে: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ ক্ষতির শিকার বাংলাদেশও। এ প্রেক্ষাপটে প্রথমবারের মতো গ্রহজনিত জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব করেছে বাংলাদেশ জাতীয় সংসদ। বিশ্বের আর কোন দেশের সংসদ এখন পর্যন্ত এ উদ্যোগ নেয়নি। জলবায়ু নিয়ে বাংলাদেশের আন্দোলন আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের চলমান পঞ্চম অধিবেশনে এ প্রস্তাব উপস্থাপন করেন আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সভাপতিত্ব করেন।

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ অনুসারে এ প্রস্তাব উত্থাপন করেন সাবের হোসেন চৌধুরী। প্রস্তাবে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে অস্তিত্বের সঙ্কট, উপর্যুপরি ভয়াবহ দুর্যোগের আঘাত, চরম ভাবাপন্ন আবহাওয়া, জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি, খাদ্য নিরাপত্তাহীনতার আশঙ্কা, ক্রমবর্ধমান পানি সঙ্কট, মহাসাগরগুলোর ওপর অভাবনীয় চাপ ও সম্পদের অমিতাচারী ব্যবহারের প্রেক্ষাপটে গ্রহজনিত জরুরি অবস্থা ঘোষণা করা হোক।

প্রস্তাব উত্থাপন করে সাবের হোসেন চৌধুরী বলেন, সংসদীয় কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনার পর সংসদে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। জলবায়ুর দিক দিয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে যখন আলোচনা করি তখন যারা মূলত এ সমস্যার জন্য দায়ী  তারা বাংলাদেশের দাবিকে গুরুত্ব দেয় না। জলবায়ুর বিরূপ প্রভাব নিয়ে উন্নত বিশ্বগুলো যেসব অঙ্গীকার অতীতে করেছে, তা তারা রাখেনি। তবে জলবায়ু নিয়ে বাংলাদেশ সাধ্য মতো চেষ্টা করেছে।  

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, জলবায়ুর নেতিবাচক প্রভাবের কারণে দুর্যোগের মাত্রা দিন দিন বাড়ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে। আমরা হবো পৃথিবীর প্রথম ও একমাত্র সংসদ, যারা প্লানেটারি ইমার্জেন্সি ঘোষণা করলো। আমাদের আগামী দিনের রাজনীতি, কুটনীতিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন প্লাটফর্মে আমরা এটা উপস্থাপন করতে পারবো। এর মাধ্যমে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যপী যে আন্দোলন চলছে তার নেতৃত্ব দিতে পারবে।  

প্রায় ৩০ মিনিটের বক্তব্যে জলবায়ুজনিত বিভিন্ন বিরূপ প্রভাবের বিষয় তুলে ধরেন সাবের হোসেন চৌধুরী।

বাংলাদেম সময়: ২২২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসকে/ইএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।