ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ট্রেন দুর্ঘটনার দশ কারণ খতিয়ে দেখছে তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
ট্রেন দুর্ঘটনার দশ কারণ খতিয়ে দেখছে তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা তদন্তে গঠিত একটি কমিটি প্রাথমিকভাবে ১০টি কারণ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে তদন্ত দল মন্দবাগ আসেন। তারা আউটার ও হোম সিগন্যালে কোনো ত্রুটি ছিল কী-না সে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখেন।

রফিকুল ইসলাম জানান, তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন গঠিত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিতু মরিয়ম বলেন, আমরা প্রত্যক্ষদর্শী, এলাকার লোকজন, স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। দুর্ঘটনা সম্পর্কে তারা যেসব কারণ বলছে সেগুলোকে বিশ্লেষণ করা হচ্ছে। বৃহস্পতিবার আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো।  তিন কার্যদিবসের নির্ধারিত সময়েই আমাদের প্রতিবেদন জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।