ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ৮ স্বর্ণের বারসহ আটক ১ 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, নভেম্বর ১৩, ২০১৯
বেনাপোলে ৮ স্বর্ণের বারসহ আটক ১  আটক রবিউল ইসলাম ও স্বর্ণের বার। ছবি: বাংলানিউজ

বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্তের যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে ৮টি স্বণের বারসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

বুধবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় আমড়াখালী চেকপোস্ট থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

রবিউল ইসলাম যশোর আর এন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে মাহেন্দ্র গাড়িকে করে এক যুবক যশোর থেকে বেনাপোল সীমান্তে আসে। এসময় সন্দেহ হওয়ায় আমড়াখালী চেকপোস্টের বিজিবি তাকে আটক করে দেহ তল্লাশি করলে প্যান্টের বেল্টের মধ্যে অভিনব কায়দায় রাখা ৮টি স্বর্ণের বার উদ্ধার করে।

আমড়াখালী বিজিবি চেকপোস্টের হাবিলদার শফিউদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক স্বর্ণ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।