ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৬ জন নিহত হওয়ার ঘটনায় অপমৃত্যু মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
১৬ জন নিহত হওয়ার ঘটনায় অপমৃত্যু মামলা দুর্ঘটনাকবলিত ট্রেন। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কসবার মন্দবাগ রেলস্টেশনে ২টি ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় আখাউড়া জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে স্টেশন মাস্টার জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে নির্ধারিত ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।  

এদিকে বুধবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।