ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কসবায় আহতদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহারের দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
কসবায় আহতদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহারের দাবি হতাহতদের উদ্ধারে কাজ চলছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহারসহ তাদের দ্রুত ঢাকায় এনে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (১২ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এই দুর্ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতি, ইঞ্জিনিয়ারিং ত্রুটি বা ঠিকাদারের দুর্নীতি, যারাই দায়ী হোক না কেন জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। নাহলে বাংলাদেশ রেলওয়ের সামনে আরও বড় বিপদ আসন্ন।

বিবৃতিতে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার, বিনামূল্যে সুচিকিৎসা, প্রত্যেকটি মরদেহ পরিবারের কাছে রেলওয়ের খরচে পৌঁছে দেওয়াসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।