ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ফেনীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

ফেনী: ফেনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত হয়েছে।  

সোমবার (১১ নভেম্বর) সকালে শহরের রাজাঝির দিঘীপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফেনী জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতাকর্মীরা। পরে, পৌর লিবার্টি মার্কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের বিভিন্ন ইউনিটে বিকেল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, জেলার সব কয়টি উপজেলায় ও ৪৩ ইউনিয়নে একযোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে যুবলীগ।  

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দর্শন ‘দেশ ও মানুষের উন্নয়ন’ পূরণের লক্ষ্যে ফেনী জেলা যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।  

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউল আলম মিস্টারসহ জেলা যুবলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এসএইচডি/কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।