ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটেও বুলবুল’র চোখরাঙানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
সিলেটেও বুলবুল’র চোখরাঙানি মেঘাচ্ছন্ন আকাশ। ছবি: বাংলানিউজ

সিলেট: সূর্যের কিরণে আস্তরণ ফেলেছে মেঘাচ্ছন্ন আকাশ। সকাল থেকে শুরু হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। রোববার (১০ নভেম্বর) দুপুর নাগাদ ভূ-পৃষ্টে একবারও পৌঁছায়নি সূর্যের আলোক রশ্মি।

ঘূর্ণিঝড় বুলবুল সিলেটে তেমন প্রভাব না ফেললেও ছিল বৈরী আবহাওয়ার চোখরাঙানি। সকাল থেকে দুপুর অব্দি গুমোট বেঁধে থাকা আকাশ থেকে পড়ছে টাপুর-টুপুর বৃষ্টি।

দিনের পরিস্থিতি এমন, যেনো এই বুঝি সন্ধ্যা নেমে এলো!মেঘাচ্ছন্ন আকাশ।  ছবি: বাংলানিউজপবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) উপলক্ষে বন্ধ থাকায় অফিস-আদালত, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্টদের পড়তে হয়নি ভোগান্তিতে। তারপরও নগর জীবনে কিছুটা হলেও প্রভাব ফেলেছে বুলবুল’র চোখরাঙানি।

গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে সকাল থেকে মানুষের চলাচল তেমন পরিলক্ষিত হয়নি। বিশেষ প্রয়োজন ছাড়া নগরের বাসিন্দারা বাইরে বেরোনোর প্রয়োজন মনে করেননি। কেননা, সবার দৃষ্টি ছিল টেলিভিশনে।

নগরের কেওয়াপাড়া পড়শী আবাসিক এলাকার বাসিন্দা সুমন আহমদ বলেন, রাত থেকে সকাল সব সময় টিভিতে চোখ, কী ঘটছে উপকূলে। সবসময় দোয়া করেছি উপকূলের মানুষ যেনো নিরাপদে থাকেন। মেঘাচ্ছন্ন আকাশ।  ছবি: বাংলানিউজব্যবসায়ী সোহেল আহমদ বলেন, ঝড়বৃষ্টি যাই হোক, আমরাতো পেটের দায়ে দোকান খুলে বসতে হচ্ছে। তবে সিলেটে মেঘাচ্ছন্ন আকাশ, সামান্য শীতল বাতাস ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি থাকলেও ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়া সহকারী ওমর তালুকদার বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সিলেটে বৃষ্টি হয়েছে। সকাল থেকেও হচ্ছে। কেবল আকাশের মেঘাচ্ছন্নতা হয়তো আগামীকাল পর্যন্ত থাকবে। এরপর আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।