ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরীক্ষামূলকভাবে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
পরীক্ষামূলকভাবে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু ফেরি চলাচল শুরু। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: পদ্মা নদীতে ঢেউ ও বাতাসের বেগ কমে যাওয়ায় পরীক্ষামূলকভাবে ছোট ৪টি ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচল শুরু করেছে। নদী পারের অপেক্ষায় পাটুরিয়া পয়েন্টে রয়েছে প্রায় তিন শতাধিক যানবাহন।

রোববার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, আকাশের অবস্থা একটু ভালো হওয়ায় মাঝ পদ্মায় ঢেউ ও বাতাসের বেগ কমে গেছে, সেজন্য পরীক্ষামূলকভাবে ৪টি ফেরি পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে রওনা হয়েছে।



আকাশের অবস্থা আবার খারাপ হলে ফেরি চলাচল ফের বন্ধ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।