ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৭, নভেম্বর ১০, ২০১৯
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিখোঁজ বেল্লাল (৪০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৯ নভেম্বর) বিকেলে কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান এলাকার সৈকত থেকে মহিপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মৃত বেল্লাল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষীরহাট গ্রামের কুরবান আলীর
ছেলে।

আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার মোল্লা জানান, শুক্রবার (৮ নভেম্বর) এফবি মা কুলসুম নামের একটি ট্রলার ১৫ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকার বন্ধ করে নিরাপদ আশ্রয়ে ফিরছিল। ফেরার পথে কুয়াকাটা সৈকতের ঝাউবন পয়েন্ট থেকে ৫ কিলোমিটার দক্ষিণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলার থেকে বেল্লাল সাগরে পড়ে নিখোঁজ হন।

তাৎক্ষণিকভাবে বেল্লালকে উদ্ধারের জন্য স্থানীয়ভাবে চেষ্টা চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ জানান, এফবি মা কুলসুম ট্রলারের মালিক আবুল কলাম জেলে বেল্লালের মরদেহ সনাক্ত করেছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে বেলালের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।