ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ: পদ্মায় প্রচন্ড ঢেউ ও প্রবল বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন পাটুরিয়া ঘাট শাখার ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, হঠাত করে মাঝ পদ্মায় প্রচন্ড ঢেউ ও বাতাসের কারণে ফেরি চলাচল করতে হিমসিম খেতে হচ্ছে ফেরির মাস্টারদের।

যার কারণে রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উভয় ঘাটে নিরাপদে ফেরিগুলো নোঙর করা হয়েছে। এছাড়া পারাপারের জন্য পাটুরিয়া ঘাটে ২০টি যাত্রীবাহী পরিবহন ও ৫০টি পণ্যবোঝাই ট্রাক আছে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।