bangla news

চুনারুঘাটে মাটির ঘরের দেয়াল ধসে নিহত ১  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-০৯ ৪:০০:৩৫ পিএম
হবিগঞ্জের ম্যাপ

হবিগঞ্জের ম্যাপ

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে কাছুম আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে রাণীগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। কাছুম আলী দক্ষিণ রানীগাঁওয়ের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাঠির ঘর মেরমতের কাজ করছিলেন কাছুম আলী। একপর্যায়ে ভিটার নীচ থেকে দেয়ালের মাঠি কাটতে থাকলে দেয়ালটি তার ওপরে ধসে পড়ে। এ সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান কাছুম আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 
 
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   হবিগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-09 16:00:35