ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লন্ডন স্টক এক্সচেঞ্জে চালু হচ্ছে ‘বাংলা বন্ড’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
লন্ডন স্টক এক্সচেঞ্জে চালু হচ্ছে ‘বাংলা বন্ড’ লন্ডন স্টক এক্সচেঞ্জ

ঢাকা: প্রথমবারের মতো লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলা বন্ড চালু হতে যাচ্ছে। এটি চালু হলে প্রবাসীদের বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

শনিবার (৯ নভেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন ও লন্ডন স্টক এক্সচেঞ্জের যৌথ সহায়তায় বাংলাদেশি টাকার বন্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্ড উদ্বোধন উপলক্ষে ১১ নভেম্বর ‘দ্য রিং দ্যা বেল’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে  অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম উপস্থিত থাকবেন।

এছাড়া, বাংলা বন্ড উদ্বোধন উপলক্ষে ১১ নভেম্বর সংবাদ সম্মেলন ডেকেছে লন্ডন স্টক এক্সচেঞ্জ।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।