ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষকদের সবার চেয়ে বেশি বেতন দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

তৌহিদ জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০
শিক্ষকদের সবার চেয়ে বেশি বেতন দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

যশোর: শিক্ষকদের সবার চেয়ে বেশি বেতন দেওয়ার ইচ্ছা রয়েছে সরকারের। আর সে কারণে শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠামো গড়ে তোলা হবে।



রোববার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা দেশকে দ্রুত এগিয়ে নিতে চাই। সেজন্য জনগণের হাতের নাগালে প্রযুক্তি পৌঁছে দিতে হবে। ’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সর্বাধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ’

মন্ত্রী আরও বলেন, ‘দেশে বিভিন্ন সময়ে একাধিক শিক্ষানীতি গ্রহণ করা হলেও সেগুলোর কোনোটিরই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমাদের শিক্ষানীতিতে বিশিষ্ট শিক্ষাবিদরা মত দিয়েছেন। সেকারণে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও এ শিক্ষানীতি পরিবর্তন হবে না। ’
 
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ, খালেদুর রহমান টিটো প্রমুখ।

এর আগে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের টেলিফোন এক্সচেঞ্জ ও ক্যাফেটোরিয়া উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।