ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘বুলবুল’ মোকাবিলায় বরগুনায় জরুরি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
‘বুলবুল’ মোকাবিলায় বরগুনায় জরুরি সভা প্রস্তুতি সভা

বরগুনা: ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বরগুনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি প্রস্তুতি সভা করেছে। নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে জেলা প্রশাসন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন।

জেলা প্রশাসক মোস্তাইন বলেন, বরগুনায় ৫০৯টি সাইক্লোন শেল্টার, ৪২টি মেডিক্যাল টিম, ৮টি জরুরি কন্ট্রোলরুমসহ সিপিপি, রেডক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগর কেন্দ্রিক মাছ ধরার ট্রলার তীরে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে সহস্রাধিক ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরেছে। বেড়িবাঁধের বাইরের লোকজনকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। সব মিলিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বরগুনা জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

বাংলাদেশের উপকূলের দিকেই ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে বাতাসের গতিবেগ বেড়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৬২ কিলোমিটার, এখন তা বেড়ে ৯০-১০০ কিলোমিটার হয়েছে।  

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় খুলনা উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।