ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রধান শিক্ষিকা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৭, নভেম্বর ৯, ২০১৯
না’গঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রধান শিক্ষিকা নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় মাহমুদা আক্তার নামে প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ লাইনসের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর স্কুল শিক্ষিকা মাহমুদা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশা চালককে আটকে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।