ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ইউজিসির সদস্য হলে ড. মহিবুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ মহিবুর রহমানকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।



প্রজ্ঞাপনে বলা হয়, ড. মহিবুর রহমান অধ্যাপক হিসেবে সর্বশেষ যে বেতন-ভাতা পেতেন কমিশনের সদস্য হিসেবেও বিধিমোতাবেক একই পরিমাণ অর্থ পাবেন। এছাড়া কমিশনের বিধি অনুযায়ী বাসস্থান, চিকিৎসা, যানবাহন ও অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।