ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড্ডায় কঠিন চীবরদান ও জাতীয় বৌদ্ধ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
বাড্ডায় কঠিন চীবরদান ও জাতীয় বৌদ্ধ সম্মেলন

ঢাকা: বৌদ্ধ ধর্মালম্বীদের ৩৬তম শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ সম্মেলন ২০১৯ শুরু হয়েছে। 

শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠে এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।  

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
টিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।