bangla news

বরিশালে নালা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-০৮ ১১:২৫:২৬ এএম
নালা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

নালা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল শহরের রূপাতলী এলাকায় একটি নালা থেকে শাজাহান মৃধা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই এলাকার সোনাগাঁ টেক্সটাইল মিলের সামনের নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাজাহান বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের বাসিন্দা।

মৃতের ছেলে সেন্টু জানান, তার বাবা বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বাড়ি থেকে রূপাতলী এলাকায় স্বজন মুকুল বেগমের বাড়িতে বেড়াতে আসেন। এরপর শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার হয়।

স্বজন দ্বীন ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে মুকুলের বাড়িতে খাওয়া-দাওয়া শেষে শাজাহানকে তিনি শহীদ আব্দুর রব সেরনিয়াত সেতুর পাশের রাস্তা পার করে দেন। এরপর তিনি বাড়ি যাওয়ার কথা থাকলেও শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, শাজাহান এমনিতে কিছু করতেন না। বৃহস্পতিবার রাতে রূপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াত সেতু সংলগ্ন এলাকায় ধর্ম মেয়ে মুকুলের বাড়িতে আসেন। সেখানে খাওয়া-দাওয়া শেষে তিনি নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হন।

তিনি  আরও জানান, তার পায়ে সমস্যা রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কারণে তিনি টেক্সটাইল মিল সংলগ্ন ওই নালার কাছে যান এবং সেখানে পড়ে গেলে আর উঠতে পারেননি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। 

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এমএস/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল মরদেহ উদ্ধার
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-11-08 11:25:26