ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শায় ৭৯৬ বোতল ফেনসিডিল জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
শার্শায় ৭৯৬ বোতল ফেনসিডিল জব্দ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেনসিডিলের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সীমান্তের আনদুরপোতা মাঠ থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি-৪৯ যশোর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, মাদক পাচারকারীর একটি চক্র ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে শিকারপুর সীমান্তের আনদুরপোতা মাঠে অবস্থান করছে- এমন গোপন সংবাদে দুপুরে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ফেনসিডিলগুলো সংশ্লিষ্ট থানায় জমা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ