ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
ফেনীতে ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে মহড়া

ফেনী: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ফেনীতে আলোচনা সভা এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ  আলোচনা সভা এবং মহড়া অনুষ্ঠিত হয়।

এতে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, ফেনী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান, ফেনী সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজিজুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক ওয়াহিদুজজামান বলেন, উদ্ধার, অগ্নি প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে জানানো এবং সচেতনতা তৈরির জন্য ফায়ার সার্ভিস সপ্তাহ পালন এক প্রশংসনীয় উদ্যোগ।  

আলোচনা সভা শেষে মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার কাজ দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এসএইচডি/এবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।