bangla news

শিবচরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-০৬ ২:০০:২৪ পিএম
প্রবাসীর বাড়িতে ডাকাতি। ছবি: বাংলানিউজ

প্রবাসীর বাড়িতে ডাকাতি। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে কুয়েত প্রবাসীর বাড়িতে  ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ৬ ভরি স্বর্ণালঙ্কার, ২৮ হাজার টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। এসময় ডাকাতের মারধরের আহত হয়েছেন ৩ জন। 

মঙ্গলবার (৬ নভেম্বর) শেষ রাতে উপজেলার চরকমলাপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার শেষ রাতে উপজেলার চরকমলাপুর গ্রামের কুয়েত প্রবাসী বাদশা হাওলাদারের বাড়িতে ৫/৭ জন ডাকাত হানা দেয়। এ সময় ঘরে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। বাধা দিতে গেলে পরিবারের তিন সদস্যকে বেধরক পিটুনি দেয় ডাকাত দল।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ডাকাতি মাদারীপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-11-06 14:00:24