ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

অবৈধভাবে সম্পদ অর্জন, সাবেক ২ সরকারি কর্মকর্তা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৭, নভেম্বর ৬, ২০১৯
অবৈধভাবে সম্পদ অর্জন, সাবেক ২ সরকারি কর্মকর্তা গ্রেফতার গ্রেফতার একজন, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে অবসরপ্রাপ্ত সরকারি দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে ময়মনসিংহ বিভাগীয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার একজন পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল।

তাকে নগরীর আকুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে নগরীর পুরোহিত পাড়া থেকে অবসরপ্রাপ্ত কর পরিদর্শক মোকসেদ আলীকে গ্রেফতার করে দুদক।

ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ফারুক আহম্মেদ বাংলানিউজকে বলেন, ২০১৮ সালে গ্রেফতারদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। ওই মামলার তদন্ত শেষে তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।