ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল কাস্টম হাউজের পরামর্শক কমিটির সভা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
বেনাপোল কাস্টম হাউজের পরামর্শক কমিটির সভা

বেনাপোল (যশোর): বেনাপোলে ‘আলোকিত কাস্টম আলোকিত দেশ’ এই স্লোগানে পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেল ৩ টার দিকে বেনাপোল  কাস্টম হাউজ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।  

বেনাপোল কাস্টম হাউসের আয়োজনে এর কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সভায় বন্দর ব্যবহারকারী সব প্রতিষ্ঠান প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি  এবং কাস্টম হাউজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত  প্রতিনিধিরা কাস্টমস এবং বন্দরের  নানা কর্মকাণ্ডের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।  

এছাড়াও কমিশনার বেলাল চৌধুরী সরকারের রাজস্ব আহরণের লক্ষে বন্দরের নানা সমস্যা ও সমাধানের পরামর্শমূলক দিকনির্দেশনা ও সম্ভাবনার দিক তুলে ধরেন।

এসময় বক্তব্য রাখেন বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার শহিদুল ইসলাম, বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা, ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান  এবং  কাস্টম হাউসের সহকারী কমিশনার  দ্বীপা রানী হালদার ও আঞ্জুমানারা বেগম  প্রমুখ।

বাংলাদেশ সময়:২১১১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমআরএ/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।