ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটের শাপলা ফার্মেসিতে মিললো মেয়াদহীন ওষুধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
সিলেটের শাপলা ফার্মেসিতে মিললো মেয়াদহীন ওষুধ

সিলেট: ওষুধের গায়ে মেয়াদ লেখা নেই। কোম্পানীর নির্ধারিত মূল্য তুলে জুড়ে দেওয়া হয়েছে নতুন মূল্য। গ্রাহকদের সঙ্গে এভাবেই প্রতারণা করে চলেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের শাপলা ফার্মেসি।  

মঙ্গলবার (৫ নভেম্বর) এ অপরাধে শাপলা ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

একই সময়ে পার্শ্ববর্তী আবিবা মেডিসিন কর্নারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তাদেরও ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য একই এলাকার ইসলামিয়া রেস্টুরেন্টকে ৮ হাজার ও মুদি দোকান মদীনা স্টোরে আমদানী পণ্যে স্টিকার না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
 
ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, একটি রেস্তোরা, দুটি ফার্মেসি ও একটি গ্রোসারি শপকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   
 
এ কর্মকর্তা আরও জানান, শাপলা ফার্মেসিতে মেয়াদহীন ওষুধ মিলেছে। ওষুধের মোড়কে নতুন করে দাম ও মেয়াদের তারিখ বসানো হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোর পণ্যেও বিভিন্ন অনিয়ম পাওয়ায় জরিমানা করা হয়।
 

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
এনইউ/এইচজে 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।