ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় বালু উত্তোলনের দায়ে ৩ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
নেত্রকোনায় বালু উত্তোলনের দায়ে ৩ জনকে জরিমানা

নেত্রকোনা: নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে সদরের ঠাকুরাকোণা ও বারহাট্টার দেউলি গ্রামে এই জরিমানা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- দেউলি গ্রামের ওয়ার্ড মেম্বার শফিকুর রহমান কাজল (৬ লাখ), ঠাকুরাকোণার মো. আবদুল মালেক (২ লাখ) ও রফিকুল ইসলাম রবি (২ লাখ)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সদর, ভূমি) মো. বুলবুল আহমেদ ও জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিচারকরা বাংলানিউজকে জানান, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। পরে অভিযান চালিয়ে তিন জনকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাদের উত্তোলিত বালু প্রকাশ্য নিলামে তিন লাখ ৪১ হাজার ৫শ’ টাকায় বিক্রি করা হয়।  

এসময় নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।