ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নতুন সড়ক আইন প্রচারণায় বগুড়া পুলিশের লিফলেট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
নতুন সড়ক আইন প্রচারণায় বগুড়া পুলিশের লিফলেট লিফলেট বিতরণ করছেন বগুড়া এসপি আলী আশরাফ ভূঞা। ছবি: বাংলানিউজ

বগুড়া: নতুন সড়ক পরিবহন আইন-১৮ সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে বগুড়া জেলা পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র শহরের সাতমাথায় মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ পথচারীকে নতুন সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা।

এ সময় নতুন সড়ক আইনে কী আছে এ বিষয়ে সচেতন করতে সবার হাতে লিফলেট তুলে দেন তিনি।

বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, নতুন সড়ক আইন সম্পর্কে অনেকেই অবগত নয়। তাই তাদের আগে নতুন সড়ক আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। পরে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নতুন সড়ক আইন সম্পর্কে সচেতন করতে কাজ করে যাচ্ছে পুলিশ।

জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক লিফলেট বিতরণ সপ্তাহব্যাপী চলবে বলে যোগ করেন এসপি আলী আশরাফ ভূঞা।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান, পরিদর্শক (ওসি-তদন্ত) রেজাউল করিম রেজা,  ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর রেজা খান, সালেকুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad