ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিহত ওয়াজিদের পরিবারকে অনুদান, পাশে থাকবে প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
নিহত ওয়াজিদের পরিবারকে অনুদান, পাশে থাকবে প্রশাসন নিহত ওয়াজিদের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা একটি ভবন ধসে পড়ার ঘটনায় নিখোঁজ স্কুলছাত্র ইফতেখার আহমেদ ওয়াজিদকে (১২) প্রায় ৪৬ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হচ্ছে।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২টায় তাকে ভবনের একটি দেওয়ালের নিচ থেকে চাপাপড়া অবস্থায় তার সন্ধান পাওয়া যায়।

পরে তাকে উদ্ধার প্রক্রিয়া শুরু হয়। ওয়াজিদ দেওয়ালের নিচে চাপা পড়ে থাকায় তাকে উদ্ধার করা বা তার সন্ধান পেতে দেরি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

ওয়াজিদ ধসে যাওয়া বাড়িটি থেকে কাছেই আব্দুল রুবেল ও মা কাকলী বেগমের সন্তান। সে একই এলাকার ব্যাপারীপাড়ার সানরাইজ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বাংলানিউজকে জানান, নিহতের পরিবারকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া নিহতের পরিবারের পাশে থাকবে উপজেলা প্রশাসন।

তিনি আরও জানান, বাড়িটির ব্যাপারে ও আশ-পাশের ঝুঁকিপূর্ণ বাড়ির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কী কারণে এটি ধসে পড়েছে সে ব্যাপারেও তদন্ত করে জানা হবে। ইতোমধ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও করা হয়েছে। পাশের বাচ্চু মিয়ার বাড়িটিও ঝুঁকিপূর্ণ হওয়ায় খালি করে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ভবনটি মূলত একটি ডোবার ওপর নির্মাণ করা হয়েছিল। সেখানকার মানুষরাও এ ব্যাপারে অনেকবার নিষেধ করেছিলেন। ভবনটি কোনো সয়েল টেস্ট কিংবা রাজউকের অনুমতি ছাড়াই নাকি পাইলিং ছাড়া নির্মাণ করা হয়েছিল। ছিল না কোনো ফাউন্ডেশনও। ভবনটি তিনতলা পর্যন্ত করার পরও লোড নিতে পারছিল কিন্তু সম্প্রতি ভবনটির চারতলার ছাদ ঢালাই দেওয়া হয়। আর এ লোড নিতে না পেরে রোববার ধসে পড়ে ভবনটি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বাংলানিউজকে জানান, একটি দেওয়ালের নিচে চাপা পড়েছিল সে। এ কারণে আমরা তার অবস্থান নিশ্চিত হতে পারিনি। উদ্ধার অভিযানের একপর্যায়ে আজ দুপুর ২টায় তার সন্ধান পাবার পর উদ্ধার শুরু করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।