bangla news

সড়ক পরিবহন আইন মেনে যানবাহন চালানোর আহ্বান এসপির 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-০৫ ২:১০:১৩ পিএম
বক্তব্য রাখছেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদন্নোতিপ্রাপ্ত) টি এম মোজাহিদুল ইসলাম। ছবি: বাংলানিউজ

বক্তব্য রাখছেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদন্নোতিপ্রাপ্ত) টি এম মোজাহিদুল ইসলাম। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন- এ স্লোগানকে সামনে রেখে সড়ক পরিবহন আইন-২০১৮ উপলক্ষে পরিবহন মালিক, চালক, চালকের সহকারী এবং শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে পৌর এলাকার  উপজেলা পরিষদ সংলগ্ন বাস টার্মিনালে এ সভা অনুষ্ঠিত হয়। 
   
জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদন্নোতিপ্রাপ্ত) টি এম মোজাহিদুল ইসলাম।       

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইকবাল হোসাইন, পরিবহন নেতা মো. সাইদুর রহমানসহ পুলিশের অন্য অফিসার ও বিভিন্নস্তরের মানুষ ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম পরিবহন মালিক-চালক এবং অন্যান্য বৈধ যানের চালকদের আরও সচেতনতার সঙ্গে আইন মেনে রাস্তায় চলাচলের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   চাঁপাইনবাবগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-05 14:10:13