ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ফেনসিডিলসহ মাদককারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
বরিশালে ফেনসিডিলসহ মাদককারবারি আটক উদ্ধার হওয়া ফেনসিডিল।

বরিশাল: বরিশালে ফেনসিডিলসহ তরিকুল ইসলাম (২৩) নামে এক মাদককারবারিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

আটক তরিকুল যশোর জেলার শার্শা থানার পাঁচ কাইবার গাজীর কাইবা এলাকার ছাবেদ আলীর ছেলে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে র‌্যাব থেকে পাঠানোর এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (৪ নভেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানাধীন মধ্যরাস্তা এলাকায় বরিশাল-খুলনা মহাসড় চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় তরিকুল ইসলামের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৮৫ বোতল ফেনসিডিল পাওয়ায় তাকে আটক এবং মাদক পরিবহনে গাড়িটি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ফেনসিডিলগুলো নিয়ে যশোর থেকে বরিশাল নগরে নিয়ে আসছিল।

জিজ্ঞাসাবাদে তরিকুল জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিলের চালান সংগ্রহ করে বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় র‌্যাব-৮,বরিশাল সিপিএসসির ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।