ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ফেনীতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ফেনী: ফেনীতে এক ইয়াবা ব্যবসায়ীকে দু’বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মধ্যম রাজনগর গ্রামে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ফাজিলপুর ইউনিয়নের নুর আলমগীর সোহাগ।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ জানান, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপনসহ তিনি ফাজিলপুর ইউনিয়নে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ঘর বুঝিয়ে দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে মধ্যম রাজনগরে তাদের গাড়ির সামনে নুর আলমগীর সোহাগকে পকেট থেকে সিগারেটের প্যাকেট ফেলে দিতে দেখেন। এসময় ফাজিলপুর ইউপি চেয়ারম্যান গাড়ি থেকে নেমে তাকে ধরে ফেলেন। পরে ফেলে দেওয়া সিগারেটের প্যাকেটটি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  

পরে আটক সোহাগকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে সেখানে তাকে দু’বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসএইচডি/এবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।