ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে ভিয়েতনামের সহায়তা চেয়েছেন মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
রোহিঙ্গা ইস্যুতে ভিয়েতনামের সহায়তা চেয়েছেন মোমেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে ভিয়েতনামের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে  আব্দুল মোমেন। 

সোমবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত ত্রান ভান খোয়ার সঙ্গে এক বৈঠকে তিনি এই সহায়তা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠক করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান কাঠামোর মধ্যে থেকে ভিয়েতনামের সহযোগিতা চান। এছাড়া, ভিয়েতনাম আগামী বছরের জানুয়ারি থেকে আসিয়ানের চেয়ার পদে দায়িত্ব পালন করবেন বলে আশা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান জানান ড. মোমেন। এসময় ভিয়েতনামের রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের উদ্বেগ দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad