ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাইমুল আবরার নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
নাইমুল আবরার নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ঢাকা: দৈনিক প্রথম আলোর কিশোর সাময়িকী ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠানে ছাত্র নাইমুল আবরার রাহাত (১৫) নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মো. খোরশেদ আলমের  সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মওলানা আলতাফ হোসাইন।

এছাড়া আরও বক্তব্য রাখেন ইসলামী খেলাফত বাংলাদেশের নেতারা।

মানববন্ধনে নেতারা নাইমুল আবরার নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত, অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং বিতর্কিত ‘প্রথম আলো’ ও কিশোর আলো’র ডিক্লারেশন বাতিলের দাবি জানান।

রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে ‘কি আনন্দ’ শিরোনামের অনুষ্ঠান চলাকালীন মঞ্চের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় প্রতিষ্ঠানটির নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
পিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।