ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে কোটি টাকার হেরোইনসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
বান্দরবানে কোটি টাকার হেরোইনসহ আটক ২ আটক ব্যক্তিরা ও জব্দকৃত হেরোইন। ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানে অভিযান চালিয়ে কোটি টাকার হেরোইনসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা। 

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান সদর থানাধীন হিলবার্ড বোডিং এর ধনেশ পাখি চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি হেরোইন যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা।

আটক দু’জন হলেন- মংসাও মারমা (২৮) ও পাইনসাসিং মারমা (৪০)।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, ১৫ লাখ টাকা দরদাম করে ক্রেতা সেজে ১ কেজি হেরোইন কিনতে আসে র‌্যাবের একটি দল। পরে হেরোইন বিক্রেতা মংসাও মারমা ও পাইনসাসিং মারমা সন্ধ্যা ৭টার দিকে তাদের হেরোইন দিতে এলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে।  

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আরও অভিযান অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র‌্যাব।

অভিযানে র‌্যাব-৭  এর মেজর মোহাম্মদ সামিম সরকার, এএসপি মো. তারেক আজিজসহ র্যাব সদস্যরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad