ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণ, ১৩৮ যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
বিনা টিকিটে রেল ভ্রমণ, ১৩৮ যাত্রীর জরিমানা ট্রেনে টিকিট চেকিং করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৩৮ জন যাত্রীকে জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে স্টেশনে আগমন ও প্রস্থান করা সব ট্রেনে চেকিং করে এসব যাত্রীদের জরিমানা করা হয়।  

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় অতিরিক্ত পরিবহন কর্মকর্তা (এডিটিএস) সাজ্জাত হোসেন বাংলানিউজকে বলেন, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনে আগমন ও প্রস্থান করা সব ট্রেনে দিনভর বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৩৮ জন যাত্রীর কাছ থেকে ১৮ হাজার ৯০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।  

এছাড়াও দিনভর টিকিট চেকিং করায় এ স্টেশনে গতদিনের তুলনায় ১৩ হাজার ৬শ’ টাকা অতিরিক্ত 
আয় হয়েছে।

এ সময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ না করতে এবং চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করতে  সচেতনতা বাড়াতে মাইকিং করা হয়। আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘন্টা, নভেম্বর ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।