bangla news

ডিএনসিসির উচ্ছেদ অভিযানে উদ্ধার ২৫ হাজার বর্গফুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-০৩ ৫:৫৪:৪৮ পিএম
ডিএনসিসির উদ্ধার অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিএনসিসির উদ্ধার অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে দখলে থাকা প্রায় ২৫ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়েছে। রাজধানীর গুলশান-১ ও রিং রোড এলাকা থেকে এসব স্থাপনা উদ্ধার করা হয়।

রোববার (৩ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। এতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার নেতৃত্ব দেন। 

অভিযানে প্রায় ১৫০টি টং দোকান, অস্থায়ী সেমিপাকা ও কাঁচা স্থাপনা, শেড ইত্যাদি উচ্ছেদ করে প্রায় ২৫ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 

উচ্ছেদ অভিযানে ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান উপস্থিত ছিলেন। 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসএইচএস/জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-03 17:54:48